দিনদিন প্লাস্টিকজাত সামগ্রীর চাহিদা বাড়লেও পিছিয়ে নেই লৌহজাত জিনিসের চাহিদা। কিন্তু লৌহজাত সামগ্রীর মূল সমস্যাই হলো মরিচা। লোহায় মরিচা পরার কারণে অনেক সময়ই সামগ্রীটি হয় ভেঙ্গে যায় নতুবা সামগ্রীটি চাকচিক্যতা হারিয়ে অল্প দিনেই পুরাতন হয়ে যায়। আবার প্লাস্টিকের সামগ্রীও কিছুদিন ব্যবহারের পর তাতে লালচে দাগ পড়ে যায়, যা অনেকটা বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দেয়। আজ আমরা জানবো মরিচা দূর করার কয়েকটা পদ্ধতি-
*টিনের বা প্লাস্টিকের বালতির যেখানে যেখানে মরিচা ধরেছে, সেখানে সেখানে ঠান্ডা ব্ল্যাক টি দিন। একঘন্টা রাখার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। বালতির মরচে বা দাগ মুহূতেই চলে যাবে।
*ওটমিল নোংরা বা দাগ পরিস্কার করতে বেশ কার্যকরী। ওটমিল দিয়ে হাত পরিস্কার করলে সবজি কাটার দাগ উঠে যায়। এছাড়াও ওটমিল অ্যান্টি সেপটিকের কাজ করে।
*রান্নাঘরের কোথাও জং ধরে গেলে বা তামার জিনিসের উপর কালো দাগ পড়ে গেলে কেচ্যাপ অনেকটা কাজে লাগে। তামার উপর কালো দাগ ওঠাতে সেখানে গরম জল আর কেচ্যাপ দিয়ে কিছুক্ষণ রেখে দিন।
*রান্নাঘরের নোংরা আবর্জনা পরিস্কার করতে ক্লাব সোডার বিকল্প নেই। প্রতিদিনকার রান্নাঘরের নোংরা আস্তরণ দূর করতে সোডা খুব কার্যকর।
*বোতলের কালো দাগ বা লালচে দাগ পরিস্কার করতে বোতলে গরম পানি নিয়ে তাতে কিছু চাল দিয়ে দিন। এবার বোতলের ঢাকনা লাগিয়ে বেশ জোরে জোরে ঝাঁকুনি দিন। তারপর ভালভাবে ধুয়ে দেখুন বোতল চকচকে পরিষ্কার হয়ে গেছে।
...দৈনন্দিন জীবনে অনাকাঙ্ক্ষিত মরিচার মুখোমুখি হতেই হয়। আশাকরি উপরের পদ্ধতিগুলো আপনার কাজে আসবে।