বাজারে আসছে নোকিয়ার প্রথম ট্যাব এনওয়ান। নতুন বছরের শুরুতেই তা বাজারে পাওয়া যাবে বলে নোকিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। তবে শুরুতে এটা চীনের বাজারে আত্মপ্রকাশ করবে। বাংলাদেশে কবে আসবে তা এখনও জানা যায়নি। বাংলাদেশে এর দাম পড়তে পারে ২০ হাজার টাকার মতো।
ট্যাবলেটটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সানের। এ ছাড়া থাকছে ২.৩ ইনটেল প্রসেসর ও ২ জিবি র্যামম। আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৭.৯ ইঞ্চির এইচডি ডিসপ্লের নয়া ট্যাবলেটটিতে থাকবে ৩২ জিবি ইন্টারনাল মেমোরি।
মাইক্রোসফটের নোকিয়া অধিগ্রহণের ফলে মোবাইলের দুনিয়া থেকে অনেক দিন হল নোকিয়া নামটি মুছে গেছে। তবে এ ট্যাবের মাধ্যমে নোকিয়া ফের প্রযুক্তিপ্রেমীদের মনে জায়গা করে নিতে পারবে কিনা তা সময়ই বলে দেবে।