অবশেষে গুজবই সত্যি হল। জনপ্রিয় ম্যাপিং সেবা হিয়ার ম্যাপস বিক্রি করে দিল নকিয়া। জার্মানির তিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ, অডি এবং ড্যাইমলার ৩০০ কোটি ডলারের বিনিময়ে যৌথভাবে কিনে নিয়েছে হিয়ার ম্যাপস।
গত বছর নকিয়ার মোবাইল ডিভিশন মাইক্রোসফট কিনে নিলেও হিয়ার ম্যাপ ইউনিট নকিয়ার কাছেই ছিল। নতুন করে এতে বেশ কিছু ফিচারও যুক্ত করে নকিয়া যার মধ্যে অফলাইনে হিয়ার ম্যাপ ব্যবহারের সুবিধা ছিল অন্যতম। আর এর ফলে অ্যাপটির জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করে।
নকিয়া হিয়ার ম্যাপসের পাশাপাশি বর্তমানে নেটওয়ার্কিং সামগ্রীও তৈরি করছে। আর হিয়ার ম্যাপস বিক্রি করে দেওয়ার ফলে অ্যালকাটেল-লুসেন্ট এর সাথে একীভূত হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল নকিয়া।
বর্তমানে নকিয়ায় দুটি আলাদা ডিভিশন রয়েছে। এর একটি হল নকিয়া নেটওয়ার্কস এবং অপরটি নকিয়া টেকনোলজিস। নকিয়া নেটওয়ার্কস মূলত ব্রডব্যান্ড সেবা এবং নেটওয়ার্ক তৈরির কাজ করে থাকে। অন্যদিকে নিত্য নতুন প্রযুক্তি এবং সেগুলোর লাইসেন্স নিয়ে কাজ করে নকিয়া টেকনোলজিস।
বিএমডব্লিউ, অডি এবং ড্যাইমলার তাদের চালকবিহীন গাড়ি তৈরির জন্য হিয়ার ম্যাপস ব্যবহার করবে বলে জানা গেছে।