Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

পরবর্তী গুগল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন নরেন্দ্র মোদি ভারত থেকে



সমগ্র ভারতে ছড়িয়ে আছে অজস্র মেধাবী। কিন্তু তারপরও কেন এখান থেকে গুগল কিংবা মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান তৈরি হচ্ছে না, এটি ভেবে বিস্মিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানাডার টরন্টোতে এক সমাবেশে এই বিস্ময়ের কথা জানান মোদি।

তিনি বলেন, “ভারতে অটোরিক্সায় চড়তে প্রতি কিলোমিটারে খরচ করতে হয় প্রায় ১০ রূপি। অথচ ভারত মঙ্গলযান পাঠিয়েছে মাত্র ৭ রূপি প্রতি কিলোমিটার খরচে।

তিনি আরও বলেন, "ভারতে মেধাবীদের অভাব নেই। আমরা এটি ভেবেই অবাক হই জে তারপরও কেন এখান থেকে কোন গুগল পাওয়া গেল না কিংবা কোন মাইক্রোসফটের জন্ম হল না।"

নরেন্দ্র মোদি জানান, নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে তাঁর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যেন ভারত থেকেও বিশ্ব বদলে দেওয়া প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি হতে পারে।