শিরোনাম দেখে অনেকেই ভাবতে পারেন নকিয়া আবার স্মার্টওয়াচ বাজারে আনবে নাকি। না, তেমন কোন পরিকল্পনাই নকিয়ার নেই। তবে হ্যাঁ, একসময় এমন পরিকল্পনা ছিল মোবাইলের বাজারে নেতৃত্বদানকারী এই প্রতিষ্ঠানটির। সে অনুযায়ী কাজও করছিল তারা।
তবে এরই মধ্যে মাইক্রোসফট কিনে নিল নকিয়ার মোবাইল ফোন ডিভিশন। আর তাতেই মাঠে মারা গেল নকিয়ার এই পরিকল্পনা।
নকিয়ার এই স্মার্টওয়াচের সাংকেতিক নাম ছিল 'মুনরেকার'। এর ডিজাইন ছিল অনেকটা স্মার্টফোনের মতোই। জানা গেছে, নকিয়া স্মার্টওয়াচটি নিয়ে বেশ জোরেশোরেই কাজে নেমেছিল। ২০১৪ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লুমিয়া ৯৩০ স্মার্টফোনের সাথে এটিও বাজারে আনার ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির। তবে মাইক্রোসফট এই পরিকল্পনা বাতিল করে দেয়।