উইন্ডোজ ১০ নিয়ে অপেক্ষার পালা শেষ হল। আনুষ্ঠানিকভাবে অপারেটিং সিস্টেমটি বাজারে আনার ঘোষণা দিল মাইক্রোসফট।
উইন্ডোজ ১০ নিয়ে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বিবিসি'কে বলেন, উইন্ডোজ ১০ নতুন যুগের সূচনা করবে। তিনি আরও জানান, ডিজিটাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কর্টানা উইন্ডোজ ১০ কে অন্যদের থেকে আলাদা করবে। এসময় কর্টানা নিয়ে উচ্ছাস প্রকাশ করেন তিনি।
উইন্ডোজ ১০ আপগ্রেড বিনামূল্যে আজ থেকেই পাওয়া যাবে ১৯০টি দেশে। উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮.১ এবং উইন্ডোজ মোবাইল ৮.১ ব্যবহারকারীরা পাবেন বিনামূল্যের এই আপগ্রেড।
উল্লেখ্য, মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেমটি বাজারে এসেছিল প্রায় তিন বছর আগে।