Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

মার্শম্যালোতে গুগল প্লে পারচেজের জন্য যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন সুবিধা



অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ মার্শম্যালোতে গুগল প্লে সার্ভিস সুবিধাটিকে উপভোগ্য এবং আরও নিরাপদ করতে নানা রকম প্রচেষ্টা নেয়া হয়েছে, এবং এরই ভিত্তিতে অপারেটিং সিস্টেমটিতে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট অথেনটিকেশন সুবিধা যার মাধ্যমে বর্তমানে আপনি যদি গুগল প্লে থেকে কোন কিছু পারচেজ করতে চান তবে এর জন্য আপনার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে।

মার্শম্যালোতে নতুন ফিঙ্গারপ্রিন্ট অ্যাপলিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহারের মাধ্যমে এই সুবিধা যোগ করা হয়েছে বলেই জানা গিয়েছে। পূর্বের মত ডিভাইস লক করা বা লক স্ক্রিন থেকে ফিঙ্গারপ্রিন্টের কিছু সুবিধা ব্যবহারের পাশাপাশি এখন থেকে এই এক্সটেন্ডেড সুবিধাটি ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে তাদের অ্যাকাউন্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। ফলে এরপর থেকে ব্যবহারকারীরে অবর্তমানে তার ডিভাইস থেকে কেউ কিছু পারচেজ করতে পারবেনা ফলে ব্যবহারকারীর অ্যাকাউন্টটি থাকবে খুবই নিরাপদ।