ফ্লিপ ফোনের কথা মনে আছে? একসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা ফ্লিপ ফোন স্মার্টফোনের জনপ্রিয়তার কাছে হার মেনে বাজার থেকে উঠে গেছে। তবে এলজি'র হাত ধরে আবারও ফিরে আসছে সেই ফ্লিপ ফোন। তবে এবার কিন্তু স্মার্টফোন হিসেবেই।
এলজি জেন্টল নামের এই ফ্লিপ ফোনটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এতে থাকছে ৩.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এছাড়া এতে আলাদা ফিজিক্যাল কীপ্যাডও থাকছে। ১.১ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরের এই ফোনে থাকছে ১ গিগাবাইট র্যাম, ৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। ফোরজি সমর্থিত স্মার্ট ফ্লিপ ফোনটিতে রয়েছে ১,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
এতে আরও থাকছে ফ্ল্যাশসহ ৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও। স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। এছাড়া এতে আরও আছে ওয়াইফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি কানেক্টিভিটি।
স্মার্টফোনটি আপাতত দক্ষিণ কোরিয়ায় পাওয়া যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৫ মার্কিন ডলার।