বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চীনা প্রস্তুতকারক লেনোভো তাদের নতুন পকেট প্রোজেক্টর উন্মুক্ত করলো। প্রোজেক্টরটি অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে সংযুক্ত করা যাবে। এটি এক কোণ থেকে অন্য কোণে ১১০ ইঞ্চি পর্যন্ত ভিডিও এবং ইমেজ রিলে করতে পারে।
প্রজেক্টর রিলে'র রেজল্যুশন ৮৫৪x৪৮০পি তাই বড় সাইজে কনটেন্ট এবং ভিডিও অতটা ভালো হবেনা। ব্যবহারকারী জনপ্রিয় দেখার অনুপাতে উভয় ভিডিও দেখতে পারবে। অর্থাৎ ৫.২ এবং ১৬.৯ আর ব্রাইটনেস ৫০ লুমেন রেট। নতুন এই পকেট প্রোজেক্টরে ব্যাটারি লাইফ খুব একটা ভালো নয়। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসে মাইক্রো ইউএসবি, ডিএলএনএ এবং মিরাকাস্ট দিয়ে সংযোগ করা যাবে।
আগামী জুন মাস নাগাদ বাজারে আসবে এই পকেট প্রোজেক্টরটি। আর এর দাম নির্ধারন করা হয়েছে ২৫০ ডলার।