Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

ইন্টেল নিয়ে এলো ‘রিমোট কীবোর্ড’ অ্যান্ড্রয়েড ফোনের জন্য



অ্যান্ড্রয়েড ফোনের জন্য দারুণ কাজের একটি অ্যাপ উন্মুক্ত করেছে প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। এই অ্যাপটি ব্যবহার করে স্মার্টফোনকেই ব্যবহার করা যাবে কম্পিউটারের কীবোর্ড কিংবা মাউসের বিকল্প ট্র্যাকপ্যাড হিসেবে।

মূলত ক্ষুদ্রাকৃতির কম্পিউটারের কথা মাথায় রেখে এই অ্যাপটি তৈরি করা হলেও উইন্ডোজ ৭ কিংবা উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত যেকোনো কম্পিউটারের জন্য ব্যবহার করা যাবে অ্যাপটি।
এই অ্যাপটি ব্যবহারের জন্য প্রথমেই অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করে নিতে হবে মূল অ্যাপটি। এরপর কম্পিউটারে ইন্সটল করতে হবে এর কম্প্যানিয়ন সফটওয়্যারটি। একই ওয়াইফাই নেটওয়ার্কে থাকলে স্বয়ংক্রিয়ভাবে অ্যান্ড্রয়েড অ্যাপটি কম্পিউটার শনাক্ত করে নেবে।

এই অ্যাপে আছে একটি অন-স্ক্রিন কীবোর্ড এবং ট্র্যাকপ্যাড। পোর্ট্রেইট এবং ল্যান্ডস্কেপ, উভয় অবস্থাতেই এটি ব্যবহার করা যাবে।