ইন্টারনেট অফ থিংস বা আইওটি প্ল্যাটফর্মের জন্য নতুন একটি অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে গুগল। আজ গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স গুগল আই/ও থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
গুগলের এই অপারেটিং সিস্টেমের নাম 'ব্রিলো'। তবে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হলেও গত সপ্তাহেই এই খবরটি ফাঁস হয়ে গিয়েছিল।
ব্রিলো মূলত অ্যান্ড্রয়েড ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম যা ক্ষুদ্র মেমোরির ডিভাইসেও চলবে। এর মাধ্যমে স্মার্টহোমের একটি লাইটবাল্ব থেকে শুরু করে স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ কিংবা স্মার্ট ওয়াশিং মেশিন পর্যন্ত চলবে।
এই অপারেটিং সিস্টেম চালিত বিভিন্ন ডিভাইসের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য চালু করা হয়েছে 'উইভ' নামক একটি ক্রস-প্ল্যাটফর্ম প্রটোকল। ডেভেলপারদের জন্য এই কমন ল্যাঙ্গুয়েজ চলতি বছরের চতুর্থ প্রান্তিকে উন্মুক্ত করা হবে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে, এমন স্মার্টফোন কিংবা ট্যাবেও কনফিগার করে নেওয়া যাবে ব্রিলো অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস।
ডেভেলপারদের জন্য এ বছরের তৃতীয় প্রান্তিকে উন্মুক্ত করা হবে ব্রিলো।