Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

চমৎকার প্রযুক্তি পণ্য Hovertrax




অলসতাও যদি কোন এক ধরণের খেলা হত তবে হয়ত এই খেলার মূল উপকরণ বা হাতিয়ার হত এই Hovertrax। চমৎকার এই প্রযুক্তি পণ্যটি আপনাকে সহজেই নিয়ে যেতে পারে আপনার গন্তব্যস্থলে তবে অন্যান্য বাহনের চাইতে এটি কিছুটা অদ্ভুতও বটে।

৯৯৫ ডলার মূল্যের এই Hovertrax দেখতে অনেকটা স্কেটবোর্ডের মত তবে স্কেটবোর্ডের সাথে এর মূল পার্থক্য হচ্ছে স্কেটবোর্ড ভার্টিকল এবং এই Hovertrax হচ্ছে হরাইজন্টাল। এছাড়াও এই প্রযুক্তি পণ্যটি চলে ব্যাটারি শক্তিতে। জাইরোস্কোপ প্রযুক্তি বিশিষ্ট এই বাহনটিতে উঠলে আপনি আপনার পায়ের বা পায়ের পাতার সাহায্যেই এটি খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি আপনার পায়ের পাতার সামনের অংশে ভর দিন তাহলে এটি সামনের দিকে অগ্রসর হবে এবং যদি পেছন দিকে ভর দিলে এটি পেছন দিকে যাবে। ভাবছেন 'ডানে বা বায়ে যাবে কীভাবে?' চাকা দুটি স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। তাই আপনি যদি ডান পা স্থির রেখে বাম পায়ের পাতার সামনের দিকে ভর দিন তাহলে এটি ডান দিকে টার্ন করবে এবং বাম পা স্থির রেখে ডান পায়ে ভর দিলে এটি বাম দিকে টার্ন করবে!! সহজ, তাইনা? চলুন, অদ্ভুত এবং মজার এই গ্যাজেটটির কিছু মূল ফিচার সম্পর্কে জেনে নেই।
এতে রয়েছে ব্যাটারি ইন্ডিকেটর লেভেল যার সাহায্যে আপনি সহজেই এর ব্যাটারি লেভেল সম্পর্কে জানতে পারবেন এবং কোন কাজ বা যাত্রার মাধ্যমে এটিকে নিয়ে আপনার বিপদে পরতে হবেনা।
Hovertrax-এ ব্যবহার করা হয়েছে N45 ম্যাগনেটিক স্টিল যার ফলে এটি উচ্চ তাপমাত্রা প্রতিরোধক এবং শক্তিশালী। সহজে ক্ষতিগ্রস্ত হবেনা বললেই চলে।
সিস্টেম ইনভিস্যিবল হলেও এতে ইন্ট্রিগ্রেটেড সিস্টেমটি খুবই শক্তিশালী এবং এতে রয়েছে অটো-ব্যালান্সিং অপশন, তাই শিশুদেরও নিশ্চিন্তে ব্যবহার করতে দিতে পারেন এই পণ্যটি।
ব্যবহার করা হয়েছে থ্রি-এক্সিস জায়রোসেন্সর এবং আকসিলোমিটার যা প্রায় ন্যাচারাল কনট্রোলের মতই সুবিধা দিয়ে থাকে।
মোবাইলে অ্যাপের সাহায্যে আপনি এই ডিভাইসটির স্টেট চেক করতে পারবেন।
শক্তিশালী মটর ব্যবহার করা হলেও আপনি কোন প্রকারের নয়েজ পাবেন না ডিভাইসটি ব্যবহারের সময়।
হাই-পলিমার পলিকার্বনেট কেস ব্যবহারের ফলে ডিভাইসটি শক্তিহালী হবার পাশাপাশি বেশ হালকাও।
কিছুক্ষণ ব্যবহার না করলে এটি স্বয়ংক্রিয় ভাবে স্ট্যান্ডবাই মোডে চলে যায়।
স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট থাকার ফলে ব্যাটারি দীর্ঘস্থায়ি হবার সম্ভাবনাই বেশি।
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে VC3 ব্যাটারি যা বর্তমানের সবচাইতে ভালো ব্যাটারি এবং এটি নন-ফ্লেমাবল এবং একই সাথে নন-এক্সপ্লোসিভ।

চমৎকার এটি ডিভাইসটির গতিও বেশ দ্রুত। এটি ঘন্টায় ৫ মাইল বেগে চলতে সক্ষম এবং এক চার্জে আপনি প্রায় ৮ মাইলের মত ভ্রমণ করতে পারবেন এটি দিয়ে। এতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধাও, যার ফলে মাত্র ৪৫ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে এই ডিভাইসটি।

Hovertrax বাজারে পাওয়া যাচ্ছে দুটি কালারে, সাদা-লাল এবং কালো-লাল।

ডিভাইসটির নির্মানকারি প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এটি মূলত কোন বয়সের বা কাদের জন্য নির্মান করা হয়েছে। তাদের দেয়া তথ্য মতে তারা ছোট ছোট এরিয়ার জন্য মূলত এটি তৈরি করেছে। যেমন ধরুন, এয়ারপোর্টে এক স্থান থেকে অন্যস্থানে যাবার জন্য বা কোন ফ্যাক্টোরিতে এক স্থান থেকে অন্য স্থানে যাবার জন্য। এছাড়াও তাদের মতে ছোট শিশুরাও এটি ব্যবহার করে আনন্দ পাবে। যাই হোক, আপনার ডিভাইসটি কেমন লাগল জানাবেন। আর যদি খুবই ভালো লেগে থাকে এবং এটি কিনতে চান আপনি তাহলে আগেই বলেছি এর মূল্য মাত্র ৯৫৫ ডলার!!