গুগলের চালকবিহীন গাড়ি রাস্তায় নামতে আর খুব একটা দেরি নেই। ভ্যানকুবারে অনুষ্ঠিত টেড কনফারেন্সে গুগলের সেলফ ড্রাইভিং কার বিভাগের প্রধান ক্রিস আর্মসন জানান, ২০২০ সালের মধ্যেই বানিজ্যিকভাবে চালকবিহীন গাড়ি বাজারে আনার জন্য কাজ করে যাচ্ছে গুগল। তিনি আরও জানান, তার ১১ বছর বয়সী ছেলে আগামী সাড়ে ৪ বছরের মধ্যেই একটি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যেতে পারে। তবে তিনি মনে করেন, তার আর দরকার হবে না হয়তো। কারণ এই সময়ের মধ্যেই চলে আসবে চালকবিহীন গাড়ি।
আর্মসন বিশ্বাস করেন, কেবল চালকবিহীন গাড়িই সড়ক দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনতে পারে। বর্তমানে গাড়িতে থাকা বিভিন্ন প্রযুক্তি হয়তোবা বিভিন্ন পরিস্থিতিতে চালককে নিরাপদ রাখতে পারে, কিন্তু চালকবিহীন স্ব-চালিত গাড়ি যেটা করতে পারবে, সেই কাজটি সাধারণ গাড়ির পক্ষে সম্ভব না।
গুগলের চালকবিহীন গাড়ি সম্পূর্ণ নিজে থেকে চালিত। এতে নেই কোন স্টিয়ারিং হুইল। পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কয়েকটি শহরে বর্তমানে এই গাড়ি চলছে। গাড়িটির বানিজ্যিক উৎপাদনের জন্য জিএম, ফোর্ড, ভক্সওয়াগন এবং ডেইমলারের সাথে কাজ করছে গুগল।