সমগ্র পৃথিবী জুড়ে হাজারো বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমে প্রতিদিনই কিছু না কিছু আবিস্কৃত হচ্ছে। আর এই আবিষ্কারগুলোর মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। মানব জীবন হয়ে উঠছে সহজ থেকে সহজতর।
এই ধারা অব্যাহত থাকবে এবং সভ্যতা অবশ্যই এমন একদিকে চলে যাবে যা আর বলার অপেক্ষা রাখেনা। এর মাঝে অনেক আবিস্কারই আছে যেগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।
যে সমস্ত আবিস্কারগুলো রাতারাতি পাল্টে দিয়েছিল পৃথিবীর চেহারা।
নিচে উল্লেখযোগ্য ২০টি প্রযুক্তিগত আবিষ্কারের ছবি দেওয়া হলঃ
১) গ্রামোফোন
২) পাঞ্চ কার্ড
৩) মুদ্রণযন্ত্র
৪) ফটোগ্রাফি
৫) টেলিফোন
৬) ব্যাটারি
৭) টেলিস্কোপ
৮) টেলিভিশন
৯) মোবাইল ফোন
১০) সুপার কম্পিউটার
১১)ট্রানজিস্টার রেডিও
১২)ইন্টারনেট
১৩) ইলেকট্রিক জেনারেটর
f
১৪) কৃত্তিম উপগ্রহ
১৫) ফিল্ম প্রজেক্টর
১৬) জিপিএস ডিভাইস
১৭) বৈদ্যুতিক মোটর
১৮) এলসিডি টেলিভিশন
১৯) ক্লোনিং
২০) থ্রিডি প্রিন্টার