Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

গ্রাহকদের ডিএনএ সংগ্রহ



অ্যাপল পণ্য ব্যবহারকারীদের ডিএনএ সংগ্রহ করার পরিকল্পনা করছে অ্যাপল। চিকিৎসা বিজ্ঞানীদের সাথে যৌথভাবে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। মূলত মেডিকেল রিসার্চের কাজে ব্যবহার করা হবে সংগৃহীত ডিএনএ, জানিয়েছে অ্যাপল।

গ্রাহকদের ডিএনএ সংগ্রহ করা থেকে শুরু করে সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর পুরো কাজটিই সম্পন্ন করবেন গবেষকেরা। আর এ কাজে ব্যবহার করা হবে অ্যাপলের রিসার্চকিট। গত মাসে এই রিসার্চ টুল উনুক্ত করেছিল অ্যাপল। এই টুল ব্যবহারকারীর বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহ করে সেগুলো গবেষকদের কাছে পাঠিয়ে দেয়।

জানা গেছে, বিভিন্ন রোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সেসব রোগের প্রতিষেধক উদ্ভাবন এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য।