Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

এপ্রিলে আসছে অ্যাপল ওয়াচ



আগামী মাসেই বাজারে আসছে অ্যাপল ওয়াচ। বিলাসবহুল কোম্পানী ব্রিক যা অধিক মূল্যের স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য বিলাসপণ্য তৈরি করে থাকে সম্প্রতি অ্যাপল ওয়াচের ঘোষণা করে। হিরা দিয়ে খচিত এবং সোনা দিয়ে নির্মিত অ্যাপল ওয়াচ অবশ্য আপনার পকেট খালি করতে যথেষ্ট।

লাক্স ওয়াচ হল ব্রিকের অত্যন্ত প্রত্যাশিত সংস্করণ যাকিনা হিরা, ২৪ ক্যারাট হলুদ স্বর্ণ, ৯৫০ সাদা প্ল্যাটিনাম এবং ১৮ ক্যারাট গোলাপী স্বর্ণ দিয়ে তৈরি। লাক্স ওয়াচ তিনটি রূপে পাওয়া যায় - স্ট্যান্ডার্ড, ডিলাক্স এবং ওমনি।


স্ট্যান্ডার্ড ০.৫০-০.৬০ ক্যারেট, ডিলাক্স ২.০০-২.৩০ ক্যারেট এবং ওমনি ১১.৩০-১২.৩০ ক্যারেট হীরা দিয়ে তৈরি। এছাড়া ব্রিকের শোকেসে রয়েছে তিনটি ভিন্ন রং এবং তিনটি ভিন্ন ভিন্ন রূপের ৩০টি মডেল।



ওমনির মূল্য নির্ধারণ করা হয় ৭৫ হাজার ডলার এবং ডিলাক্স ও স্ট্যান্ডার্ড পাওয়া যাবে যথাক্রমে ১৩ হাজার ও ৮ হাজার ডলারে। প্রিঅর্ডারের জন্য বুকিং খরচ যথাক্রমে স্ট্যান্ডার্ড, ডিলাক্স এবং ওমনি জন্য ২০০০ থেকে ১০,০০০ ডলারের মধ্যে। এছাড়া প্রতিটি ঘড়ির রয়েছে এক বছরের ওয়ারেন্টি।