প্রযুক্তি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তালিকায় শীর্ষস্থানে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের ১০০ শীর্ষ ধনীর ৫১ জনই প্রযুক্তি জগতের যার মধ্যে ৩৩ জন্য এশিয়ার এবং ৮ জন ইউরোপের। ফোর্বস আরও জানায়, শীর্ষ ১০০ ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ ৮৪২.৯ বিলিয়ন ডলার।
বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ৭৯.৬ বিলিয়ন ডলার। আর প্রযুক্তি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ওরাকলের সিইও ল্যারি এলিসনের সম্পদ রয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার।
এই তালিকায় অ্যামাজনের জেফ বেজোস তৃতীয় স্থানে উঠে এসেছেন যা অনেককেই অবাক করেছে। তার সম্পদের পরিমাণ ৪৭.৮ বিলিয়ন ডলার।
প্রযুক্তি বিশ্বের আরেক ধনকুবের মার্ক জাকারবার্গ এই তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪১.২ বিলিয়ন মার্কিন ডলার।
গুগলের ল্যারি পেইজ আছেন পঞ্চম স্থানে। তার সম্পদের পরিমাণ ৩৩.৪ বিলিয়ন ডলার। গুগলের আরেক প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ৩২.৮ বিলিয়ন ডলার নিয়ে আছেন তালিকার ষষ্ঠ স্থানে।
তালিকার সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থানে আছেন যথাক্রমে জ্যাক মা (২৩.২ বিলিয়ন ডলার), স্টিভ বালমার (২২.৭ বিলিয়ন ডলার), পাওয়েল জবস (২১.৪ বিলিয়ন ডলার) এবং মাইকেল ডেল (১৯.৪ বিলিয়ন ডলার)।