Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

উন্নত গ্রাফিক্স সুবিধার আসুস ল্যাপটপ



প্রযুক্তির অগ্রগতি দিনে দিনে বেড়েই চলেছে। তারই পরিপ্রেক্ষিতে দেশের বাজারে এসেছে আসুস ব্র্যান্ডের এন-সিরিজের নতুন ল্যাপটপ। এন-৫৫১জেকে মডেলের এই ল্যাপটপটি মাল্টি-টাস্কিং প্রোগ্রাম, হাই-এন্ড গেম খেলা এবং মুভি উপভোগ করার জন্য আদর্শ।

ল্যাপটপটিতে রয়েছে ২.৮ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই-৫ প্রসেসর, ৮ জিবি র্যালম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ২ জিবি ভিডিও মেমোরির এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম।

এছাড়া রয়েছে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, ব্লুটুথ ৪.০, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট প্রভৃতি।
৬৯ হাজার ৫০০ টাকা মূল্যের আসুসের উন্নত গ্রাফিক্স ও অত্যাধুনিক অডিও সুবিধার এই ল্যাপটপটি দেশের বাজারে এনেছে শীর্ষ প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।