Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

চালু হচ্ছে অ্যাপল স্ট্রিমিং সেবা



শুরু হতে যাচ্ছে অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স। আর এখান থেকেই ঘোষণা দেওয়া হতে পারে অ্যাপল মিউজিক স্ট্রিমিং সার্ভিসের।

জানা গেছে, প্রতি মাসে ১০ ডলারের বিনিময়ে পাওয়া যাবে অ্যাপলের এই স্ট্রিমিং সেবা। তবে স্ট্রিমিং সেবার কারণে অ্যাপলের আইটিউন্স মিউজিক প্ল্যাটফর্ম ক্ষতির মুখে পড়তে পারে বলেও অনেকে ধারণা করছেন।

অ্যাপলের স্ট্রিমিং সেবা চালুর খবরটি প্রথম জানায় ওয়াল স্ট্রিট জার্নাল। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটিতে বলা হয়, বর্তমানে বিশ্বে পেইড মিউজিক ডাউনলোডের ৮০ শতাংশই হয়ে থাকে আইটিউন্স থেকে। তবে মিউজিক স্ট্রিমিং সেবার দিক থেকে এখনও পিছিয়ে আছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

গত বছর ৩ বিলিয়ন ডলারের বিনিময়ে বিটস মিউজিক অধিগ্রহণ করে অ্যাপল। আর এরপর থেকেই অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সেবা চালুর ব্যাপারে গুঞ্জন ছড়িয়ে পড়ে।