Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

আইপড টাচের নতুন সংস্করণ আনছে অ্যাপল



অ্যাপলের জনপ্রিয় ডিভাইস আইপড টাচের নতুন একটি সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই সংস্করণে যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন ফিচার।

আইপড টাচে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও নতুন এই সংস্করণে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফলে ক্যামেরার দিক থেকে আইপড টাচ এখন আইফোন ৬ ও আইফোন ৬ প্লাসের সমকক্ষ হল। এর পাশাপাশি ক্যামেরাতে বেশ কিছু নত্ন ফিচার যুক্ত করা হয়েছে।

নতুন এই সংস্করণে ব্যবহার করা হবে ৬৪ বিটের এ৮ চিপসেট। ফলে আরও উন্নতমানের গেমিং এবং গ্রাফিক্স পাওয়া সম্ভব হবে।

১৬ জিবি, ৩২ জিবি এবং ৬৪ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে নতুন আইপড টাচ যার মূল্য পড়বে যথাক্রমে ১৯৯ ডলার, ২৯৯ ডলার এবং ৩৯৯ ডলার।