আইফোন এবং আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএস'র পরবর্তী সংস্করণ আইওএস ৯ এর পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে অ্যাপল। গত বৃহস্পতিবার থেকেই ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক এই সংস্করণটি উন্মুক্ত করা হয়।
অ্যাপল নতুন এই সংস্করণে যুক্ত করেছে বেশ কিছু নতুন ফিচার। আইওএস ৯ ইন্সটল করে আইওএস ডিভাইস ব্যবহারকারীরা নতুন সব ফিচারগুলো উপভোগ করতে পারবেন। তবে এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকায় ব্যবহারের সময় বিভিন্ন বাগের সম্মুখীন হতে হবে ব্যবহারকারীকে।
এ বছরের ডেভেলপার কনফারেন্স থেকে অ্যাপল আইওএস এবং ম্যাক ওএসএক্স এর নতুন দুটি সংস্করণ উন্মুক্ত করার ঘোষণা দেয়। ম্যাক ওএসএক্স এর পরবর্তী সংস্করণ হিসেবে এল ক্যাপিটানের নামও ঘোষণা করে অ্যাপল।