অ্যাপলের রূপকার স্টিভ জবস চলে গেলেও তাঁকে এখনও ভোলেনি অ্যাপল। আর কখনও যেন তাঁকে কেউ না ভুলে যায়, সে জন্য তাঁর অফিস কক্ষকে এখনও রাখা হয়েছে ঠিক সেভাবেই যেভাবে তিনি রেখে গেছেন।
সামান্য কোন পরিবর্তনও আনা হয়নি সেখানে। কক্ষের দরজায় এখনও রয়েছে তাঁর নামফলক। সম্প্রতি অ্যাপল ডিজাইনার জনি ইভের এক বৃত্তান্তে এই বর্ণনা উঠে এসেছে। খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন জবস এবং ইভ।
জবের অফিস ছিল ১ ইনফিনিট লুপে। অন্যদিকে ইভের অফিস ছিল ২ ইনফিনিট লুপে। আর দুটি অফিস সংযুক্ত ছিল একটি করিডোরের মাধ্যমে। অ্যাপল ক্যাম্পাসে একমাত্র এই দুটি বিল্ডিংই পরস্পরের সাথে যুক্ত।
তাঁরা দুজন খুব ভাল বন্ধুও ছিলেন। ২০১১ সালের শেষের দিকে স্টিভ জবসের স্মৃতিচারণ করতে গিয়ে ইভ বলেছিলেন, তাঁর সচেয়ে কাছের এবং আদর্শ বন্ধু ছিলেন স্টিভ জবস।
গত বছর এক সাক্ষাৎকারে টিম কুকও স্টিভ জবসের অফিস এখনও আগের মত আছে বলে জানিয়েছিলেন। আর এর মাধ্যমে তিনি প্রতিদিন জবসের কথা মনে করেন বলেও জানান কুক, "তিনি আমার হৃদয়ে এখনও গেঁথে আছেন। অ্যাপলের মূলনীতির সাথে তাঁর কর্মস্প্রৃহা সবসময় মিশে থাকবে ।"