Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

৪ হাজার টাকায় ট্যাব এনেছে অ্যামাজন



গ্রাহকদের আকৃষ্ট করতে মাত্র ৫০ ডলার মূল্যের (বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার) ট্যাব বাজারে এনেছে জনপ্রিয় অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজান ডট কম। নতুন এ ট্যাবলেটে অ্যামাজনের নতুন এবং আপগ্রেডেড ডিভাইস রয়েছে।

এছাড়া ৭ ইঞ্চি স্ক্রিনের এ ট্যাবলেটে রয়েছে ফ্রন্ট-ব্যাক ক্যামেরা। ৩০'শে সেপ্টেম্বর থেকে ডিভাইসটির শিপমেন্ট শুরু হবে।

এ ঘোষণার পর অ্যামাজনের শেয়ারের দাম বেড়েছে। এছাড়া এইচডি ট্যাবলেট এবং টিভি গ্যাজেটও বাজারে ছাড়বে অ্যামাজন। ফায়ার টিভি সেটবক্সের দাম ধরা হয়েছে প্রায় ১০০ ডলার।