শুরু থেকেই রানের ফোয়ারা। যাতে মনে হচ্ছিল এই বিশ্বকাপে অনেক রেকর্ডই হয়ে যাবে। হচ্ছেও তাই। বুধবার বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছে সহ-আয়োজক অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে তারা করেছে ছয় উইকেটে ৪১৭ রান। যেকোন বিশ্বকাপে এটিই এখন সর্বোচ্চ কোন রানের ইনিংস।
এই রেকর্ড গড়তে অস্ট্রেলিয়া পেছনে ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে। সঙ্গে কিছুটা লজ্জার হাত থেকে বেচেছে বারমুদা। কারণ এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ভারতের দখলে, যা ছিল বারমুদার বিরুদ্ধেই। এটি হয়েছিল ২০০৭ বিশ্বকাপে। পোর্ট অব স্পেনে বারমুদার বিরুদ্ধে ভারত করেছিল পাঁচ উইকেচে ৪১৩ রান। আট বছর পর ভারতকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার অস্বস্তিকর রেকর্ডের স্বাক্ষী আফগানিস্তান।
এর পরের দুটি সর্বোচ্চ ইনিংসের ঘটনা ঘটেছে চলতি বিশ্বকাপেই। গত তিন মার্চ ক্যানবেরায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার উইকেটে ৪১১ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। তালিকায় এই ইনিংসের অবস্থান তৃতীয়। চতুর্থ অবস্থানেও রয়েছে দক্ষিণ আফ্রিকাই। গত ২৭ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গড়েছিল পাঁচ উইকেটে ৪০৮ রানের ইনিংস।
বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে মোট চারবার চারশো রান অতিক্রম করার ঘটনা ঘটল। এর মধ্যে তিনবারই চলমান বিশ্বকাপে। এখনও বিশ্বকাপের অনেক ম্যাচ বাকি। আরও নতুন রেকর্ড কি অপেক্ষা করছে না? সময়ই বলে দেবে তা।