Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

পুরো শক্তি নিয়েই বাংলাদেশে আসছে ভারত



সব গুঞ্জন থামিয়ে অবশেষে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে ভারত। আজ টেস্ট এবং ওয়ানডের জন্য পৃথক দুটি দল ঘোষনা করেন ভারতীয় নির্বাচকমল্ডলী। তাতে টেস্ট অধিনায়ক হিসেবেই নাম আছে বিরাট কোহলির। আর ওয়ানডে অধিনায়ক হিসেবে বাংলাদেশ সফরে আসছেন মহেন্দ্র সিং ধোনি। গত কিছু দিন ধরে এই দুই তারকাকে নিয়েই গুঞ্জণ ছিল সবচেয়ে বেশী।

টানা ক্রিকেট খেলে ক্লান্ত কোহলিও ধোনি দু’জনই ভারতীয় বোর্ডকে অনুরোধ করেন বাংলাদেশ সফরে তাদের বিশ্রাম দিতে। কিন্তু বাংলাদেশের শক্তিমত্তার কথা বিবেচনা করে কোহলি-ধোনিদের সেই অনুরোধ রেখেননি। বরং বাংলাদেশ সফরে আসতে উল্টো তাদের বুঝিয়েছেন বোর্ড কর্মকর্তা ও নির্বাচকরা। আর তাতে সাড়া দিয়েই বাংলাদেশ সফরে আসতে। শেষ মেষ রাজি হয়েছেন শীর্ষ খেলোয়াড়রা।

ইনজুরি কারণে বাংলাদেশ সফরে আসতে পারছেন না পেসার মোহাম্মদ সামি। তবে ইনজুরি কাঁটিয়ে দলে ফিরেছেন ইশান্ত শর্মা। আর অনেক দিন পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন স্পিনার হরভজন সিং। একটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৭ জুন বাংলাদেশ আসছে ভারত। ফতুল্লায় একমাত্র টেস্ট ১০-১৫ জুন। ১৮,২০ ও ২২ জুন হবে ওয়ানডে ম্যাচগুলো।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধি.), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেষ যাদব, ভরুন অ্যারোন, ইশান্ত শর্মা।

ভারতের ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধি.), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু,
রবিচন্দন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেষ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।