আগামী মাসে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। টেক্কা দেয়ার মতো দল গড়তে সব ফ্র্যাঞ্চাইজি উঠেপড়ে লেগেছে। বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটারকে এরই মধ্যে দলে ভিড়িয়েছে কয়েকটি দল।
বিপিএলের এবারের আসরে বাধ্যতামূলকভাবে প্রত্যেক দলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল থেকে কমপক্ষে একজন ক্রিকেটার নেয়ার কথা উঠেছিল। তালিকাতেও ছিল ৯ জন ক্রিকেটার। কিন্তু সেটা আর হচ্ছে না।
আন্তর্জাতিক সূচি থাকায় বাংলাদেশ যুব দলের ক্রিকেটারদের বিপিএলে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শনিবার গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘দেশীয় ক্রিকেটারদের তালিকায় ৯ জন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ছিল। কিন্তু সামনে ওদের অনেকগুলো খেলা আছে। কিছু আন্তর্জাতিক সিরিজ খেলবে তারা। এজন্য ওরা সময় দিতে পারবে না।’
এছাড়া আগামী বছরের শুরুতেই বাংলাদেশে বসবে যুব বিশ্বকাপ। এটাকে সামনে রেখেই যুবারা প্রস্তুতি নিয়ে যাচ্ছে। এসব কারণেই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বিপিএলে নেয়া হচ্ছে না বলে জানান বিসিবির এই পরিচালক, ‘সামনে যেহেতু বিশ্বকাপ আছে, সবকিছু মিলিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের বিপিএলে রাখা হচ্ছে না।’