Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

শীর্ষ থেকে ত্রিশে



শনিবারওে শীর্ষে ছিলেন সিদ্দিকুর রহামন।কিন্তু এবার আর শিরোপা নয়। ত্রিশে থেকেই সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপ শেষ করল বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

শনিবার তৃতীয় রাউন্ড শেষে যুগ্মভাবে শীর্ষে ছিলেন সিদ্দিকুর। তাই দেশবাসীর আশা ছিল বিদেশের মাটিতে বিজয়ের হাসি হাসবেন। কিন্তু তা আর হলো না। শনিবার চতুর্থ রাউন্ডেই পারের চেয়ে ১১ শট বেশি খেলেন বাংলাদেশের সেরা এ গলফার।

সবমিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলে সাতজনের সঙ্গে যৌথভাবে ৩০তম হন সিদ্দিকুর। সাড়ে ৭ লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ২ শট কম খেলে চ্যাম্পিয়ন হন থাইল্যান্ডের ড্যানখাই বুনসা।