তিনি যখন দায়িত্ব নেন, একের পর এক পরাজয়ে ধুকছে বাংলাদেশের ক্রিকেট। তখনই বলেছিলেন যে পাখির চোখ করছেন বিশ্বকাপ ক্রিকেট। সেই বিশ্বকাপ থেকেই যেন বদলে যাওয়া এক দলের নাম বাংলাদেশ। একের পর এক অভাবিত সাফল্য ধরা দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। যার পেছনে কলকাঠি নাড়ার কৃতিত্ব অবশ্যই যাবে প্রধান কোচ হাতুরুসিংহের কাছে। কিন্তু তিনি নিজে যেন রাজি নন এই কৃতিত্বের ভাগ নিতে, সব কৃতিত্বই দিতে চান খেলোয়াড়দের।
দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে হাতুরু বলেছেন, ‘সত্যি আমার হাতে ম্যাজিক নেই। নিজেকে মোটেও জাদুকর ভাবি না। দলটা আসলে গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে। তারই ফল মিলছে।’
ক্রিকেট খেলায় কোচের ভূমিকাকে বেশী বড় করে দেখতে নারাজ হাতুরু আরো বলেন, ‘ক্রিকেট ইজ আ ক্যাপটেনস গেম। ‘অনেক দিন ধরেই খেলোয়াড়েরা পরিশ্রম করছে। আমার কাজ ড্রেসিংরুমে ও ২২ গজে তাদের স্বাধীনতা দেওয়া।’