Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

ইডেন গার্ডেনে টি-২০ বিশ্বকাপের ফাইনাল



২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের আসর। কলকাতার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেনে হবে এর ফাইনাল। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চেন্নাইয়ে ফাইনাল ম্যাচটি হওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইডেনে ফাইনাল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই।

আগামী বছরের এই আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আটটি ভেন্যুতে: মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতা, মোহালি, নাগপুর, ইন্ডোর ও ধর্মশালায়। ২০১৬ সালের ১১ মার্চ থেকে ৩ এপ্রিল ১৬ দলের অংশগ্রহণে ভারতে বসবে টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর।

ইডেনে ২০১৩ ও ২০১৫ সালের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। কলকাতার ঐতিহ্যবাহী এ স্টেডিয়ামে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হয়েছে মাত্র ১টি। ২০১১ সালে হওয়া সে ম্যাচে সফরকারী ইংল্যান্ড ৬ উইকেটে ভারতকে পরাজিত করে।