বেশ কয়েক বছর ধরেই প্রশ্ন উঠছিল আইপিএলের মান নিয়ে। এবার সেই হাওয়ায় গা ভাসালেন কলকাতা নাইট রাইডার্সের কোচ ট্রেভর বেয়লিস। ট্রেভর মনে করেন আইপিএল কখনোই আন্তির্জাতিক ক্রিকেটের মানের হতে পারবেনা যদিও আইপিএলে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার খেলে।
আইপিএলে উমেশ জাদব এবং মরনে মরকেলের খারাপ পারফর্মেন্সের জন্যে কোচকে প্রশ্ন করা হলে ট্রেভর বেয়লিস বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট না। এখানে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার খেলছে কিন্তু আইপিএল আন্তর্জাতিক মানের না।’