বাংলাদেশের ৮৮, ওয়েস্ট ইন্ডিজের ৮৮ এবং পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৭। ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে বাংলাদেশ। সাতে ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথমবারের মতো নয় নম্বরে পাকিস্তান। তবে ভারত সিরিজে ভালো করে এই দুই দলকে বেশ পিছনে ফেলার সুযোগ আছে বাংলাদেশের সামনে। এমনকি উঠতে পারে ৬ নম্বরেও। সেক্ষেত্রে তিন ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ করতে হবে ভারতকে। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৬। ইংল্যান্ডকে পিছনে ফেলে ৬ নম্বরে ওঠে যাবে বাংলাদেশ।
কিন্তু কাছাকছি সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে ইংল্যান্ডেরও। সেখানে ভালো করে বাংলাদেশের ছয় নম্বরে ওঠা ঠেকাতে পারে ইংলিশরা। বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে একটা ম্যাচ জিতে তাহলে পয়েন্ট হবে ৮৯। দুই ম্যাচ জিতলে হবে ৯৩।
অন্যদিকে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলেও আপাতত রেটিং পয়েন্ট বাড়বে না পাকিস্তানের। তাই ভারতের বিপক্ষে একটি ম্যাচ জিতে সাত নম্বরে ওঠার সুযোগ বাংলাদেশের। ২০১৯ সালের বিশ্বকাপে খেলতে হলে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের সেরা আটের মধ্যে থাকতে হবে। সেটা থাকতে না পারলে খেলতে হবে বাছাই পর্ব যেটা অনুষ্ঠিত হবে বাংলাদেশেই।