ক্রিকেট ক্যারিয়ারের শেষ ইনিংসে মাত্র ১৮ রানেই থেমে যেতে হলো শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে। ভারতের বিপক্ষে কলম্বোতে নিজের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৩২ করছিলেন সাঙ্গাকারা। ফলে ক্যারিয়ারের শেষ দুই টেস্টে সাঙ্গাকারার রান গিয়ে দাঁড়ালো ৯৫।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন সাঙ্গাকারা। এমনটা আগের থেকেই জানা ছিলো। গল-এ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২ বলে ৫ এবং দ্বিতীয় ইনিংসে ৭০ বলে ৪০ রান করেন সাঙ্গা। প্রথম ইনিংসে না পারলেও, দ্বিতীয় ইনিংসে ৫টি বাউন্ডারি মারেন সাঙ্গাকারা।
কলম্বোর পি.সারা ওভালে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেও খুব বেশি ভালো করতে পারলেন না সাঙ্গাকারা। প্রথম ইনিংসে ৪টি চারের সহায়তায় ৮৭ বলে ৩২ ও দ্বিতীয় ইনিংসে ৩টি বাউন্ডারিতে ১৮ বলে ১৮ করতে সমর্থ হন তিনি।
ভারতের রবিচন্দ্রন অশ্বিনের বলে মুরালি বিজয়ের হাতে ক্যাচ দিয়ে ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি করলেন লংকান কিংবদন্তি।