Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

সৌরভের ‘নতুন অধ্যায়’ শুরু বাংলাদেশে



আগামী জুন মাসের সাত তারিখ বাংলাদেশে পা রাখবে ভারত। আর এই সিরিজ দিয়েই ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

সৌরভ গাঙ্গুলি ভারতের হাই পারফরম্যান্স ম্যানেজার হতে চলেছেন। আর তার প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমগুলো বিশ্বাসযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সৌরভ নিজেও এ ব্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়ে দিয়েছেন।

সৌরভের পাশাপাশি টিম ইন্ডিয়ার দায়িত্বে আসছেন আরও দুই কৃতী ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। শচিন খেলোয়াড়দের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়টি দেখবেন। অন্যদিকে রাহুল দ্রাবিড় হতে চলেছেন পোটেনশিয়াল ট্যালেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজার।

গত মাসে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া (বিসিসিআই)-এর বৈঠকে এ নিয়ে প্রাথমিকভাবে কথা হয়েছিল। কিন্তু সৌরভ, শচিন এবং রাহুল তিনজনেই জানিয়ে দিয়েছিলেন আলঙ্কারিক পদ তারা চান না। কাজের গুরুত্ব এবং সঠিক দায়িত্ব পালনের পরিস্থিতি না থাকলে তাঁরা রাজি হবেন না। তবে এবার যাবতীয় জল্পনার অবসান ঘটতে চলেছে বলে বিসিসিআইয়ের গোপন সূত্র জানাচ্ছে।