Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

সানিয়ার জীবনের জানা-অজানা গল্প



সানিয়া মির্জা সম্বন্ধে বলতে গিয়ে আজ আর কোনো ভূমিকা দেওয়ার প্রয়োজন পরে না৷ ১৯৮৬-র ১৫ নভেম্বর ভারতের মুম্বাইতে জন্মানো এই মেয়ে ভারতের গর্ব৷ ২০০৩-১৩ পর্যন্ত সিঙ্গলস ও ডাবলস দুই ইভেন্টেই দেশের এক নম্বর মহিলা খেলোয়াড়ে জায়গাটা ধরে রেখেছিলেন তিনি৷ ২০১৩-তে সিঙ্গলস থেকে অবসর নেন সানিয়া৷ যদিও ডাবলস খেলেই একের পর এক নজির গড়ে চলেছেন টেনিস সুন্দরী৷ নিসন্দেহে ভারতের সর্বকালের সেরা মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া৷

চলতি বছরে একপ্রকার স্বপ্নের উড়ানে ভর করেই এগিয়ে চলেছেন সানিয়া৷ মরশুম শুরু হওয়ার কিছুটা পরেই সুইস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে মার্কিন মুলুকে ফ্যামিলি সার্কেল কাপ জেতেন৷ এই জয়ের সুবাদেই ভারতের প্রথম মহিলা হিসেবে ডাবলসে বিশ্বের এক নম্বর হয়ে যান৷
অন্যদিকে, শনিবারই লন্ডনে হিঙ্গিসকে নিয়ে উইম্বলডন জেতেন৷ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডন জেতার নজির গড়লেন তিনি৷ এই টুর্নামেন্ট শুরুর আগেই আরেক নজির গড়েছিলেন সানিয়া৷ ভারতের প্রথম কোনো মহিলা যে শীsaniaর্ষ বাছাই হয়ে টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শুরু করেন৷

ব্যক্তিগত কৃতিত্বে সানিয়া কোনোদিন গ্র্যান্ড স্ল্যাম না-জিতলেও মিক্সড ডাবলস ইভেন্টে ২০০৯-এ অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২-এ ফরাসি ওপেন ও ২০১৪-এ যুক্তরাষ্ট্র ওপেন জেতেন তিনি৷ আর এই প্রথম গ্র্যান্ড স্ল্যাম ডাবলস জিতলেন অর্জুন ও পদ্ম পুরস্কার পাওয়া সানিয়া৷

এবার একনজরে দেখে নেওয়া যাক সানিয়ার জীবনের বেশ কিছু ঘটনা

১. সানিয়ার প্রথম কোচ ছিলেন তার বাবা ইমরান মির্জা৷ যিনি মেয়ের স্বপ্নপূরণ করার জন্য সাংবাদিকতা ছেড়ে দিয়েছিলেন৷

২. সানিয়া হায়দরাবাদে বড় হলেও জন্মেছিলেন কিন্তু মুম্বাইতে৷

৩. সানিয়া প্রথম ভারতীয় মহিলা হিসেবে গ্র্যান্ড স্ল্যামে বাছাই খেলোয়াড়ের তকমা পেয়েছিলেন৷ ২০০৬-এ অস্ট্রেলিয়ান ওপেনে এই নজির গড়েছিলেন তিনি৷

৪. সানিয়া ২০০৪-এ অর্জুন ও ২০০৬-এ পদ্ম শ্রী পুরস্কার পান৷ ২০০৫-এ ডব্লিউটিএ-র ‘ নিউকামার অফ দ্য ইয়ার’ হয়েছিলেন তিনি৷

৫. রাশিয়ার টেনিস তারকা মারাট সাফিনের প্রতি সানিয়ার মারাত্মক ‘ক্রাশ’ ছিল৷

৬. ২০০৯-এ সানিয়া তার ছোটবেলার বন্ধু ও কোটিপতি ব্যবসায়ী সোহরাব মির্জার সঙ্গে আংটি বদল করেন৷ যদিও তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি৷ তার আগেই সানিয়-সোহরাব আলাদা হয়ে যান৷

৭. সানিয়া ঠিক এর পরের বছরই পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন।

৮. ২০১০-এ সানিয়া গুগলে ‘মোস্ট সার্চড’ টেনিস স্টার হন৷

৯. ২০০৫-এ টাইমের বিচারে ‘ ফিফটি হিরোস অফ এশিয়া’-র মধ্যে আসা সানিয়া, ২০১০-এ ভারতের একটি প্রথমসারির দৈনিকের বিচারে ‘ থার্টিথ্রি ওমেন হু মেড ইন্ডিয়া প্রাউড’-এর তালিকায় আসেন৷

১০. ২০১৪-এ সানিয়ার ছোট পোশাক পরে কোর্টে নামা নিয়ে ফতওয়া জারি হয়েছিল৷ সানিয়া এতটাই ব্যথিত হয়েছিলেন যে দেশের হয়ে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিতে চেয়েছিলেন৷

১১. গতবছর সানিয়াকে বিজেপি নেতা কে লক্ষ্ণণ পাকিস্তানের পুত্রবধূ বলায় বিস্তর পানিঘোলা হয়েছিল৷ সানিয়া এক সাক্ষাৎকারে কেঁদেও ফেলেন৷