সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকেন বিশ্বের নামী ক্রীড়াবিদ সহ অনেক জনপ্রিয় তারকারা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রায় দেখা যায় সামাজিক নানা কাজ ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে। এবার ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন সাকিব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চ্যাম্পিয়ন হওয়ার পর একটা জার্সি সাকিবের আলমারিতে পড়ে রয়েছে। সেটি বিক্রি করে প্রাপ্ত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের দিতে চানবিশ্বসেরা এই অলরাউন্ডার।
গত রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব এ কথা বলেন। তিনি বলেন, ‘আইপিএলের চ্যাম্পিয়নশিপ জয়ের পর আমার কেকেআরের জার্সিটি আলমারিতে পড়ে ছিল। এগুলো তো আর ডিম পাড়বে না। তাই এই ঈদে আমি এগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি, যার বিক্রীত অর্থ JAAGO ফাউন্ডেশনে চলে যাবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। আপনি এখান থেকে কিনতে পারবেন : http://fal.cn/BVdB।