নাসির হোসেনের পর সাব্বির আহমেদ বর্তমানে বাংলাদেশের সেরা ফিনিসার খেলোয়াড়ে খেতাব পেয়ে গেছে। তাকে বাংলাদেশের টি-টুয়েন্টি স্পেশালিষ্ট ব্যাটসম্যানও বলা হয়।
বিশ্বকাপ থেকেই দারুণ খেলে যাচ্ছে সাব্বির রুম্মন। শেষের দিকে নেমে বাংলাদেশকে বড় স্কোর ও ম্যাচ জিতাতে সাহায্য করছে। ভারত সিরিজেও তার ব্যাট হেসেছে। তার ঝড়ে পুড়েছে যাদব অশ্বিন কুল্কারনীর মত বোলাররা। ভারতে সাথে তিন ম্যাচে সে মোটামুটি সফল ছিল প্রয়োজনে সাকিব নাসিরদের সাথে গড়েছে কার্যকারী জুটি। যদিও সেই বড় ইনিংস খেলতে পারে নি। তবু তার খেলা দেখে মুগ্ধ ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। সংবাদকর্মীদের এমনটাই বলেছেন সাব্বির।
সাংবাদিকদের সামনে সাব্বির বলেন ” তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে অনুশীলনের সময় ধোনী আমাকে ডেকে নেন এবং আমার খেলার প্রশংসা করেন। আরো বলেন যতটুকু পারি খেলা শেষ করে যেন ফিরি”। তার মানে ধোনী তাকে ভাল ফিনিসার মনে করছেন। ধোনীর মত খেলোয়াড়ের কাছে প্রশংসা পেয়ে তার উৎসাহ আরো বেড়ে যাবে। এই প্রসঙ্গে সাব্বির রহমান বলেন ” তার মত খেলোয়াড়ের কাছ থেকে প্রশংসা পাওয়া খুবই ভাগ্যের। তার প্রশংসার কারণে আমাকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে”। নতুন এসে মুস্তাফিজ যতটা না আলো ছড়িয়েছে। তার মত এতটা সফল হতে পারেনি সাব্বির রুম্মন। তবু তার এই রকম ভয়ধরহীন ক্রিকেট খেলা দেখে যে কেউই মুগ্ধ হয়ে যাবে।
এদিকে রুম্মনে সাথে কথা বলছে এরকম একটা ছবি ধোনীর ফেসবুক পেজে আপলোড করেছে। ধোনীর এরকম আগ্রহ অনেকেই ভাবতে শুরু করেছে আগামী আইপিএলে সাব্বির হয়ত চেন্নাইয়ে সুযোগ ও পেতে পারে। তবে এ নিয়ে এখনই ভাবতে চায় না সাব্বির। এই প্রসঙ্গে সাব্বির বলেন ” আইপিএলের মত এত বড় আসরে খেলতে পারলে অবশ্যই ভাল লাগবে। তবে এ নিয়ে এখনই আমি ভাবতে চাই না। আমি এখন শুধু জাতীয় দল নিয়ে ভাবচ্ছি। ভারত সিরিজের জন্য আমরা অনেক অপেক্ষায় ছিলাম। ভারতের সাথে সিরিজ জেতায় ভাল লাগছে। এখন আমরা দক্ষিণ আফ্রিকা সিরিজের দিকে তাকিয়ে আছি এবং সেই সিরিজে কিভাবে ভাল করবো সেই ভাবে প্রস্তুতি নিচ্ছি”।