গত দুই বছর ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই বারই রানার্সআপ হয়েছেন লিওনেল মেসি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বার্সেলোনার জার্সি গায়ে গত মৌসুমে সবই জিতেছেন মেসি। ১০ মাসের ব্যবধানে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালে তুলেছিলেন। দুই পায়ের জাদুতে মুগ্ধ করেছিলেন সবাইকে।
আর রিয়াল মাদ্রিদের হয়ে কোনো ট্রফিই জেতা হয়নি সিআর সেভেনের। যে কারণে অধিকাংশ ফুটবলবোদ্ধাই ২০১৫ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি'অর মেসির হাতেই দেখছেন। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন মেসির চির প্রতিদ্বন্দ্বী রোনালদোও। এবারের ব্যালন ডি'অর বার্সেলোনা ফরোয়ার্ড পাবেন বলেই বিশ্বাস রিয়াল মাদ্রিদ তারকার, 'সত্যি বলতে কী আমি মনে করি, এ বছর মেসি জিতবে। কারণ, এ ধরনের ট্রফি জেতা ভোটের ওপর নির্ভর করে।'
গত সাতবারের মতো এবারও ফিফা ব্যালন ডি'অর পুরস্কার জয়ের মূল লড়াইটা মেসি আর রোনালদোর মধ্যেই হচ্ছে। তিনবারের বর্ষসেরা রোনালদো এবারের পুরস্কারটি গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ গোল করা মেসির হাতেই দেখতে পাচ্ছেন।
এ বিষয়ে সিআর সেভেন বলেন 'আমি সম্ভবত আমার ক্যারিয়ারের সেরা মৌসুমটি কাটিয়েছি, যেটা ভালো এবং আমি ইউরোপের সর্বোচ্চ গোলদাতা ছিলাম; কিন্তু এটি ভোটের বিষয়। সত্যি বলতে কী, এটি নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। কারণ, আমি অনেকবার যেমনটা বলেছি, তিনবার যে এটা জিতব তা আমি কখনও ভাবিনি।'
আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন রোনালদো, 'তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। সে একটি ক্লাবের হয়ে খেলে, আমি আরেকটি ক্লাবের হয়ে খেলি। সে তার সেরাটা জিতেছে, আমি আমার সেরাটা জিতেছি। আমাদের সম্পর্ক ভালো।'