Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

কিংবদন্তি শচিনের দলে রোনালদিনহো



ফ্লুমিনেন্সের সঙ্গে রোনালদিনহোর মধুচন্দ্রিমা শেষ! এবার আইএসএল এ শচিন টেন্ডুলকারের দলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।

রিও ডি জেনেইরোর ক্লাব থেকে বাদ পড়ার পর আইএসএলের দিকে আগ্রহ ব্রাজিলের সাবেক এই তারকার। সুত্রের খবর শচিনের কেরল ব্লাস্টারে মার্কিন খেলোয়াড় হিসেবে স্বাক্ষর করতে যাচ্ছেন তিনি।

রিও ডি জেনেইরো ক্লাবের সঙ্গে মাত্র দু’ মাসেই সম্পর্ক ছেদ। ফ্লুমিনেনসের হয়ে মাত্র নয় ম্যাচে মাঠে নেমেছিলেন রোনালদিনহো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় ৩৫ বছরের ব্রাজিলিয়ান তারকা এখন ফিট নন।

এজন্য নয় ম্যাচে একটিও গোল আসেনি তার পা থেকে। ২০০৫ ও ২০০৬ সালে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেন রোনালদিনহো। আশা করা যাচ্ছে, আগামী এক-দুই দিনের মধ্যেই কেরল ব্লাস্টারে নাম লেখাবেন তিনি।