Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

রেকর্ড ২য় বারের উয়েফা বর্ষসেরা মেসি



রেকর্ড ২য় বারের মতো উয়েফার বর্ষসেরার পুরস্কার পেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গত মাসের ২৭ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হলো ইউরোপের বর্ষসেরা পুরস্কারের ট্রফি।

ফুটবল ইতিহাসের প্রথম এবং একমাত্র খেলোয়ার হিসেবে ২য়বারের মত ইউরোপের বর্ষসেরা প্লেয়ারের এওয়ার্ড জিতল লিও।

এ ট্রফি জিততে মেসিকে লড়তে হয়েছে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর বার্সা সতীর্থ উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের বিপক্ষে।

গত দুই বছর মেসিকে টপকে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন রোনালদো। তবে, গত মৌসুমে অসাধারণ পারফর্ম করে কাতালানদের ট্রেবল শিরোপা পাইয়ে দেবার পুরস্কারটাই যেন মেসি পেলেন।

সুয়ারেজকে টপকে গেছেন রোনালদো। ফলে, রিয়াল তারকার পরেই অবস্থান নিয়েছেন বার্সা তারকা।

উল্লেখ্য তার পূর্বে ২০১১ সালে ইউরোপ সেরা হয়েছিলেন লিওনেল মেসি।