তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র খেলোয়াড় পেলের মুখে ১৯৭০ সালের ফাইনাল আর এর পরের মুহুর্ত গুলো পেলের ভাষ্য , ইতালির বিপক্ষে ফাইনালে ব্রাজিলের যে দলটা খেলেছে ,সেটাই ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর ও সেরা দল হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ।ফাইনালটি যেন ছিল অনমনীয় গতির সঙ্গে অবিচল শক্তির লড়াই ।ইতালির রক্ষণ আগলে বসে থাকল এবং চাপ সামাল দেওয়ার চেস্টা করে গেল ।কিন্তু আমরা একের পর এক আক্রমণ করেই গেলাম ।আসলে সেদিন আমাদের বেশিরভাগ খেলোয়াড় ফর্মে ছিল এর মধ্যে আমিও (পেলে) আছি ।ব্রাজিলের জার্সি গায়ে এটা আমার অন্যতম সেরা ম্যাচ ছিল ।আর আমাদের জয় পাওনা ছিল।আর অনেকের মিলিত চেষ্টায় করা শেষ গোলটি প্রমাণ করল ব্রাজিল দলটা আসলে কি ।শেষ বাশির পরেই যেন মাঠ লোকে লোকারণ্য হয়ে গেল ।সবাই আমার দিকে ছোটে এল আমার জার্সি মোজা খুলে নিল স্মারক হিসেবে ।এক বিশাল জনসমুদ্র যেন আমায় কাধে তুলে নিল । এরপর ড্রেসিংরুমে গেলাম,শাওয়ারের নিচে দাড়িয়ে আমি এই প্রাপ্তির জন্য ইশ্বর ও আমার পরিবারকে ধন্যবাদ দিলাম ।তার পরে মাঠে ফিরে গেলাম জুলে রিমে ট্রফিটা গ্রহন করার জন্য ।কার্লোস আলবার্তো যখন ট্রফিটা উচু করে ধরল ,সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয় । ব্রাজিলের মানুষের কাছে এ ট্রফির মুল্য কত ,সেটা আমি জানতাম ।