সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজায় আগামী বছর অনুষ্ঠেয় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোনো নিলাম থাকছে না। নির্দিষ্ট মূল্যে বিক্রি হবেন ক্রিকেটাররা। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২১ ও ২২শে ডিসেম্বর। খেলোয়াড় তালিকাকে ৫টি ভাগে ভাগ করা হয়েছ- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও এমার্জিং।
পাকিস্তানের ১৩৭ ও ১৭১ জন বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন খেলোয়াড়দের লটারিতে। খেলোয়াড় ড্রাফটে থাকা বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৫৯ জন আছেন ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজের ৩৮, শ্রীলঙ্কার ২২, অস্ট্রেলিয়ার ১০, বাংলাদেশের ১০ এবং দক্ষিণ আফ্রিকার আছে ৭ জন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান রয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে। গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন- তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীস। এছাড়া, সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, মাহমুল্লাহ, ইমরুল কায়েস ও এনামুল হক।
প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়রা পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। ডায়মন্ড খেলোয়াড়রা পাবেন ৭০ হাজার ডলার। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৫০ হাজার ডলার। সিলভার ক্যাটাগরির জন্য বরাদ্দ ২৫ হাজার ডলার। এমার্জিং ক্যাটাগারির কেলোয়াড়রা পাবেন ১০ হাজার ডলার। ৫ জন আইকন খেলোয়াড় থাকছেন। তাদের মূল্য ২ লাখ ডলার করে।
সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি।