এরআগে পরপর দুবার এশিয়া কাপের আয়োজক হওয়ার সুযোগ মিলেছে। আবারো এমন সুযোগ মিলতে পারে বাংলাদেশের। সেটা হলে ২০১৬ সালে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজক হবে বাংলাদেশ। এখনো কোনো কিছু নিশ্চিত না হলেও অবারো বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
যদিও বিসিবি সভাপতির ধারণা পরবর্তী এশিয়া কাপ ভারতেই হবে। আর সেটা না হলে শ্রীলঙ্কা বা পাকিস্তান নয় এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ।
এ বিষয়ে বুধবার নাজমুল হাসান বলেন, ‘বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার সুযোগ আছে। তবে এ বিষয়ে এসিসির সভা ছাড়া কোনো কিছু নিশ্চিত নয়। খুব সম্ভবত ভারতেই পরবর্তী এশিয়া কাপ হবে। সেটা না হলে বাংলাদেশই মনে হয় সম্ভাব্য আয়োজক। এসিসির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
তবে প্রস্তাব পেলে তা ফিরিয়ে দেয়া হবে না। নাজমুল হাসান বলছেন, ‘বাংলাদেশ যদি প্রস্তাব পায় তবে এশিয়া কাপ বাংলাদেশেই হবে।’ ২০১২ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ ফাইনালে উঠেছিল। ভাগ্য সঙ্গ না দেয়ায় হারতে হয়েছিল মাত্র ২ রানে। তবে পরের আসরে ঘরের মাঠেও তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ।