ঘড়ি, আই ফোনের বিজ্ঞাপনে প্রায়ই দেখা যায় বেকহ্যাম, রোনালদোদের। কিন্তু তিনি যে মেসি। চেনা ছকের বাইরে হাঁটতেই বেশি ভালবাসেন। তাই তো ঘড়ি, আই ফোন ছেড়ে অস্ট্রেলিয়ার কোম্পানি ‘ফানটাস্টিক’-এর হয়ে বিজ্ঞাপন করলেন!
বিশেষ ধরনের মোজার বিজ্ঞাপনে দেখা যাবে বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে। এই বিশেষ মোজাটি এতই নরম যে, এটি পরে ‘বাবল’ দিয়ে ফুটবল খেলা যায়!
বিজ্ঞাপন চিত্রে দেখা যায়, মেসি নিজেই মোজা পরে ফুটবল খেলছেন! সঙ্গে একটি ছোট্ট ছেলে এবং মেয়ে। মেসিকে দেখে ওরাও মেতে ওঠে ফুটবলে।
মেসিকে সই করানোয়, রীতিমতো উত্তেজিত কোম্পানির সি ই ও। তিনি বলেন, ‘মেসিকে পাওয়ার জন্য আমাদের দীর্ঘদিন পরিকল্পনা করতে হয়েছে। অবশেষে সেই পরিকল্পনা স্বার্থক। মেসি ব্র্যান্ডের পণ্য বাজারে আনার জন্য আমরা রীতিমতো উত্তেজিত।’