সম্প্রতি নেপালে স্মরণকালের সব থেকে ভয়াবহ ভূমিকম্পে এর মধ্যেই ৮০০০ হাজারের অধিক মানুষ মৃত্যু বরণ করেছে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে গণমাধ্যম গুলো।
নেপালের এই সংকট কালে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফ্রান্সের ‘স্পোর্টস ম্যাগাজিন’ তাদের এক প্রতিবেদনে জানায় নেপালে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো ৭মিলিয়ন ইউরো অর্থ দান করেছেন।
রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার রোনালদো এই অর্থ ইতোমধ্যেই ‘সেভ দ্য চিলড্রেন’ সংগঠনকে প্রদান করেছেন।