সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের একটা জনপ্রিয় নাম। কোথায় খেলেননি তিনি? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, শ্রীলঙ্কা…। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ গুলোতেই পড়েছে সাকিবের পদধূলি। দীর্ঘদিন ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিফটি ও দুই উইকেটে আবারো দখল করেছেন শীর্ষস্থান (এখনো অফিসিয়াল ঘোষনা আসেনি)। টেস্ট ও টি-২০’র নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন আগে থেকেই। সাকিব আল হাসান এখনই হয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি।
সাকিব আল হাসান এখন নতুন মাইলফলকের সামনে। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে উইকেটের ‘ডাবল সেঞ্চুরি’ করতে চলেছেন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার আব্দুর রাজ্জাকের। ২০৭ উইকেট নিয়ে সবার উপরে তিনি। ১৯৭ উইকেট নিয়ে ‘ডাবল সেঞ্চুরি’র অপেক্ষায় রয়েছেন সাকিব। আজ দ্বিতীয় ওয়ানডেতেই হয়ে যেতে পারে ওয়ানডে ক্রিকেটে সাকিবের ‘উইকেট ডাবল সেঞ্চুরি’। মাশরাফিও ২০০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে। ওয়ানডে অধিনায়কের উইকেট সংখ্যা ১৯৬। ভারতের বিপক্ষে বাকি দুই ওয়ানডেতে হয়ত মাশরাফিও ‘২০০’ করে ফেলবেন।