টি-২০, ওয়ানডে, টেষ্ট – ৩ ফরমেটেই দুর্দান্ত অভিষেকের মাধ্যমে নিজেকে স্মরনীয় করে রেখেছে আমাদের ‘সাতক্ষীরা এক্সপ্রেস ‘। ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকের প্রথম ২ ম্যাচেই হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেও সেই স্বাদ পায়নি মুস্তাফিজ। ঠিক একই ভাবে সাউথ আফ্রিকার সাথে টেষ্ট অভিষেকে আবারো হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত বঞ্চিত হতে হয়েছে তাকে। পর পর দুই বলে অধিনায়ক হাশিম আমলা ও ডুমিনিকে আউট করে পরের বলে ডি কককে আউট করতে পারেননি। কিন্তু ঠিক এক বল পরেই ডি ককের স্ট্যাম্প উপড়ে ফেলে এক ওভারেই ৩ উইকেট লাভ করেন মুস্তাফিজ।
তবে হ্যাঁ, এক দিক দিয়ে হ্যাটট্রিক পূরন বলা যায় মুস্তাফিজের। সেরা পারফর্মার হয়ে উঠার পথে তিনি ঘাতক হয়ে উঠেছেন প্রোটিয়া ব্যাটসম্যান ডুমিনির। শেষ দুই ওয়ানডে ম্যাচ এবং টেষ্টে ১ম ইনিংস-গত ৩ ইনিংসে টানা ৩ বার জেপি ডুমিনিকে আউট করেন এই তরুন অফ কাটার।