Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

মেসি-নেইমারবিহীন বার্সার জয়



নতুন মৌসুম আসার আগে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা মেসি-নেইমারবিহীন জয় দিয়েই নিজেদের শুরু করল। প্রাক-মৌসুমে ক্যালিফোর্নিয়ায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে মেজর লিগ সকারের ক্লাব এলএ গ্যালাক্সিকে ২-১ গোলে হারিয়েছে বার্সা।

এ ম্যাচে মাঠে নামেন নি কাতালানদের সেরা অস্ত্র আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এছাড়া ছিলেন না ব্রাজিল তারকা স্ট্রাইকার নেইমার। তারপরও স্টিভেন জেরার্ডের এলএ গ্যালাক্সিকে সহজেই হারায় বার্সা।

শুরুতে বার্সা কোচ লুইস এনরিক কোনো রকম ঝুঁকি না নিয়ে মাঠে পাঠান ম্যাসিপ, দগলাস, ম্যাথিউ, বারত্রা, আদ্রিয়ানো, সার্জি রবার্তো, বাসকুয়েটস, ইভান রেকিটিক, পেদ্রো, লুইস সুয়ারেজ আর রাফিনহাকে। অধিনায়কের দায়িত্ব পালন করেন বাসকুয়েটস।

তবে, কাতালানদের হয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন জরদি আলবা, ভারমেলন, পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জি স্যাম্পার, মুনির আল হাদ্দাদি, সান্দ্রো রামিরেজরা।

ম্যাচের প্রথম গোল পেতে বার্সাকে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়। গোল করেন সুয়ারেজ। তার গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬ মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুন করেন সার্জি রবার্তো। ৮৩ মিনিটে ব্যবধান কমানো সুযোগ পেয়েছিল এলএ গ্যালাক্সি। দুই মিনিট পরেই রামিরেজের একটি বাঁকানো শট গ্যালাক্সির গোলবারের উপর দিয়ে চলে যায়। কিন্তু ঠিকই দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান কমিয়ে দেন গ্যালাক্সি। টমি মেয়ারের গোলে ব্যবধান কমে দলটির।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিকের বার্সা।