দেশের সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য নিউজিল্যান্ডে প্রতি বছর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদক ‘মেরিট অনার’ প্রদান করা হয়। এবছর নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম ও কোচ মাইক হেসনকে নিউজিল্যান্ডের এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়েছে।
নিউজিল্যান্ডের সরকারি ভবন উইলিংটনে এই সম্মাননা প্রদান করা হয়। নেতৃত্ব, অনুপ্রেরণা ও বিশ্বমানের কাজের জন্য তাদের এই সম্মান দেওয়া হয়েছে। ম্যাককুলামের বিশ্বকাপে দলকে দারুন ভাবে নেতৃত্ব দেওয়া এবং ভারতের বিপক্ষে ৩০০ রান করাকে বিশেষভাবে উৎসাহিত করা হয়। নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল স্যার জেরি মেটাপারে ম্যাককুলাম ও মাইককে এই সম্মাননা পিন পড়িয়ে দেন।
ম্যাককুলাম বলেন, ‘আমি খুব ভাগ্যবান খুব খারাপ সময়ে দারুন একটা দল পেয়েছিলাম তাই আজ এত বড় সম্মান পেয়েছি।’