গতির ঝড় তুলেই আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল তার। আদুরে নাম ‘নড়াইল এক্সপ্রেস’। এখন গতি কমে গেলেও পারফরম্যান্সের ধারটা আছে আগের মতই। নেতৃত্বের গুণেও তিনি অনন্য। বিশ্বকাপে প্রথমবারের মত দেশকে কোয়ার্টার ফাইনালে তুলে দিয়ে ফিরেছেন দেশে।
তিনি হলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। চলুন দেখে দেয়া যাক ৩১ বছর বয়সী এই অধিনায়কের দুর্লভ সাতটি ছবি -
- ক্যারিয়ারের প্রথম ইংল্যান্ড সফরে। ঘোরাফেরায় সাথে আছেন আরেক পেসার সৈয়দ রাসেল, আব্দুর রাজ্জাক ও ফয়সাল হোসেন ডিকেন্স।
- ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিটনেস ট্রেনিংয়ের অংশ হিসেবে কমান্ডো ট্রেনিং দেয়া হয় বাংলাদেশের ক্রিকেটারদের। সেই ট্রেনিং শেষে সার্টিফিকেট হাতে মাশরাফি।
- ২০০৭ সালের আফ্রো-এশিয়ান কাপে এশিয়া একাদশের হয়ে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তার আগে ঢাকার মাটিতেই অনুশীলনের এক ফাঁকে পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফের সাথে।
- ২০০৮ সালের তোলা ছবি। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামার আগে তোলা ছবি। ডিসেম্বর মাস বলেই কি না, মাশরাফি এমন কানটুপিতে ঢাকা।
- ২০০৯ সালে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যান তিনি। মার্চ মাসে খেলতে যাওয়ার আগে বিমান বন্দরে তোলা ছবি।
- ২০০৯ সালের আইপিএল চলাকালে কোন এক অনুশীলন সেশনে; নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের সাথে।
- ২০১১ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইনজুরির কারণে ১৫ জনের স্কোয়াডে থাকা হয়নি মাশরাফির। দল ঘোষণার পর তাই কান্নায় ভেঙে পড়েন তিনি।