২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে প্রস্তাব দিয়েছে দ্বাদশ আসরের আয়োজক দ্য ইংল্যান্ড এন্ড ওয়ালেস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসির ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এরপরের বিশ্বকাপ আয়োজনকরবে ইংল্যান্ড ও ওয়েলসে।
দুইটি সেমিফাইনালের জন্য দুটি ভেন্যুও নির্ধারণ করেছে ইসিবি। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড এবং ওয়ারউইকশায়ারের এজবাস্টনের দুটি সেমি আয়োজন করতে চায় ইসিবি। উদ্বোধনীর জন্য বলা হয়েছে ওভালকে। এখন পর্যন্ত লর্ডসে চারবার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয় লর্ডসে। এরপরের দুই আসরে অর্থাৎ ১৯৭৯ ও ১৯৮৩ সালের বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয় লর্ডসে। এরপর ১৯৯৯ সালে বিশ্বকাপের আয়োজক চতুর্থবারের মত লর্ডসে ফাইনাল খেলার আয়োজন করা হয়।